আমতলী (বরগুনা) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের টাকা ছিনতাই মামলায় বরগুনার আমতলীতে আরো ২ আসামি গ্রেফতার হয়েছে। 

গ্রেফতার হওয়া আসমীরা হলো আমতলী পৌরসভার জালাল ফকির এর ছেলে জিহাদ হোসেন রাহাত (২৩) ও তারিকাটা গ্রামের বাহাদুর হাওলাদার এর ছেলে সেলিম (২৫)। এ মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আমতলী থানা পুলিশ জানায়, সেলিম কে গত ০৮ মার্চ চট্টগ্রাম এর বায়েজিদ থানা এবং রাহাতকে ১০ মার্চ মঙ্গলবার ভোররাতে কলাপাড়া উপজেলার গামুরতলা গ্রামের বুরজুক আলীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাহাতকে গ্রেফতারকালে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আমতলী থানার ওসি আবুল বাশার জানান, মোট ৪৭ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই হয়েছিলো। রাহাতের কাছ থেকে ১১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আমতলী কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(এন/এসপি/মার্চ ১০, ২০২০)