স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর এক সভায় তিনি আহ্বান জানান।

রাশেদ খান মেনন বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে জনগণকে সচেতন করতে ও তাদের পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে এবং তা প্রতিরোধের উপায় বের করতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

ছাত্রদের উদ্দেশ্যে মেনন বলেন, ছাত্ররা তাদের নিজের পরিবার, নিজের সমাজ, নিজের পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যেমন সার্বিক সহযোগিতা করতে পারে তেমনি তারাই পারে সাহস নিয়ে দেশের সব মানুষকে সহায়তা করতে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক বিষয় এখনও আমরা গুজব দ্বারা বিভ্রান্ত হচ্ছি, ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে। করোনা ভাইরাস এখন মহামারী আকার ধারণ করেছে। এখন উচিত মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসা।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা মহানগর সাধারণ সম্পাদক তানভীন আহমেদ, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাগর আহমেদ, রাজনৈতিক-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আয়েশী সিদ্দিকা প্রমুখ।

(ওএস/পিএস/মার্চ ১৫, ২০২০)