দীপক চক্রবর্তী

তুমি জন্মেছিলে বলেই--
আমি দেখেছি এই বাংলার মুখ,
লাল সবুজের পতাকা ওড়ে
সবার অন্তরে আজি স্বাধীনতার সুখ।
তুমি জন্মেছিলে বলেই-
স্বাধীনতা পেলাম -
স্বাধীন হলো দেশ,
সুজলা সুফলা মনোমুগ্ধ শোভা
সবুজে ঘেরা, এই বাংলা বেশ !
তুমি জন্মেছিলে বলেই -
মায়ের কোলে মাথা রেখে
শান্তিতে ঘুম যাই,
ছিনিয়ে এনেছো মহান স্বাধীনতা
তোমার তুলনা নাই ।
পূর্ব দিগন্তে লাল সূর্যের হাসি
পাখির কলতান,
দেশের জন্য উৎর্স্বগ করিলে তুমি
তোমারই আপন প্রাণ।
হে মহান - -
যতো দিন রবে এই বাংলা
ততোদিন তোমায়
স্মরণ করিবে সবে,
শ্রদ্ধার সাথে শ্রদ্ধার্ঘ্যো করিবে
এই বাংলা যতো দিন রবে।