জাবি প্রতিনিধি : মহাজোট সরকার যে সম্প্রচার নীতিমালা জারি করেছে তা গণতন্ত্রের জন্য শুভ হতে পারে না বলে দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শনিবার বেলা ১টার দিকে এক বিবৃতিতে তারা এ কথা জানান। বিবৃতিতে অবিলম্বে এই সম্প্রচার নীতিমালা বাতিল করতে সরকারকে আহ্বান জানিয়েছেন।

এই নীতিমালা সংবিধানবিরোধী উল্লেখ তারা বলেন, গণমাধ্যম কী প্রচার করবে, আর কী করবে না, সে বিষয়ে সরকার বা তথ্য মন্ত্রণালয় নীতিমালা জারি করে বলে দিতে পারে না। সরকার সংবাদপত্রের কণ্ঠরোধ ও তাদের দুর্নীতি ঢাকার জন্য সরকার একটার পর একটা কালো আইন করছে। এই নীতিমালার মাধ্যমে তারা গণমাধ্যমের হাত-পা বেঁধে রাখার অপচেষ্টা করছে।

বিবৃতিদাতা শিক্ষকরা হলেন, সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক এনামুল হক খান, অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক শামছুল আলম সেলিম, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক মাফরুহী সাত্তার প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ০৯, ২০১৪)