আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নগড়বাড়ি গ্রামের হত দরিদ্র লোকমান তালুকদারের দুই বছরের ছেলে আইমান তালুকদার মঙ্গলবার সকালে খেলতে গিয়ে সবার অলক্ষে বাড়ির পুকুড়ে পরে পানিতে ডুবে যায়। শিশু আইমান পানিতে ভেসে উঠলে স্বজনেরা তাকে উদ্ধার করে দুঃস্থ মানবতার হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক আইমানকে মৃত ঘোষণা করেন। শিশুপুত্র মৃত্যুর খবরে তার মা পারভীন বেগম বারবার মূর্ছা যাচ্ছেন।

(টি/এবিসপি/মার্চ ১৭, ২০২০)