ধামরই (ঢাকা) প্রতিনিধি : জাতীর জনক বঙ্গন্ধুর শততম জন্মবার্ষিকীতে ধামরাই পৌর চত্তরে ধামরাইয়ের ঐতিহ্যবাহী এক টন ওজনের তামা-পিতলের নির্মিত কালজয়ী পুরুষ জাতীর পিতাবঙ্গবন্ধুর এক ম্যুরাল স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল এগারটায় ধামরাইপৌর চত্তরে জাতীর জনকের এই মোরালটির উদ্ধোধন করেছেন ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা।

এসময় অস্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আয়োজনে জাতীর জনক বঙ্গন্ধুর শততম জন্মবার্ষিকীতে কেক কাটেন এমপি বেনজীর ও মেয়র কবীর।

সারা দেশের মত ব্যাপক আয়োজনের প্রস্ততি থাকলেও সরকারী নির্দেশ মোতাবেক সকল আয়োজন স্থগিত করা হয় বলে জানান মেয়র গোলাম কবীর।

এছাড়া ধামরাই উপজেলা মিলনায়তনে প্রশাসন এর আয়োজনে আলোনা সভা ও কেক কাটেন এমপি বেনজীর আহমদ।এসময় উপস্থিত ছিলেন ধামরাইয়ের ইউএনও সামিউল হক মেয়র কবীর সহ অনেকে।

(ডিসিপি/এসপি/মার্চ ১৭, ২০২০)