সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : যথাযোগ্য মর্জাদায় জাতির জনক বঙ্গবন্ধুর শত বাষির্কী জন্মবাষিকী পালিত হয়েছে। সকালে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর প্রথিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে দিনের কর্মসুচি শুরু করেন। পরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোসা. রওশন আরা, সাবেক যুবনেতা মাহবুব উদ্দিন সেলিম, আব্দুল মজিদ দরজী ও সাংবাদিক মুজবুর রহমান প্রমুখ।শত বাষির্কী উপলক্ষে আজ থেকে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ ৩১ মার্চ পযর্ন্ত ১৫ দিন ব্যাপী উপজেলা বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের কর্মসুচি গ্রহন করেছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামলীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, কর্মসুচির মধ্যে রয়েছে, আলোচনা সভা, বঙ্গবন্ ধুর জীবনী উপর প্রমান্য চিত্র, স্কুল ছাত্রছাত্রীর নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা।

এ দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাস্থ মুক্তিযোদ্ধা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রথিকৃতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব আমানত হোসেনের নেতৃত্বে উপজেলা নিবার্হী অফিসার মোসা. ইসমত আরা নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন গুলো প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। উপজেলা প্রশাশন দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহন করেন।

এছাড়া উপজলার কাপাসিয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ স্কুল এন্ড কলেজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, হাইলজোড় উচ্চ বিদ্যালয়, রেজাউল হক কারিগরি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মুজিব শত বর্ষ পালন করার খবর পাওয়া গেছে।

(এসকেডি/এসপি/মার্চ ১৭, ২০২০)