নড়াইল প্রতিনিধি : আপরাধ দমনে প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে, শক্ত হতে হবে। সকলে মিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে  (ফেসবুক) মন্তব্য করলে কাজ হবে না। এতে ওই ফেসবুক ব্যবহারকারি বিপদে পড়বেন। মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহে প্রশাসনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।

নড়াইল ও লোহাগড়ায় পৃথক দুটি হত্যাকান্ডের ব্যাপারে তিনি নিন্দা প্রকাশ করে আরও বলেন, গুটি কয়েক লোক এ সব গ্রাম্য কোন্দলে মদদ জোগায়। এদেরকে শক্ত হাতে দমনে প্রশাসনকে আরও আন্তরিক ও শক্ত হওয়ার নির্দেশ দেন।

নড়াইলের লোহাগড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এ কথা বলেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি লোহাগড়া উপজেলা প্রশাসন কর্তৃক পুর্ণবাসিত ২৪ জন ভিক্ষুকদের মাঝে নগদ টাকা, ওজন পরিমাপ যন্ত্র ও ছাগল বিতরণ করেন। পরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরস্থ দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

(আরএম/এসপি/মার্চ ১৭, ২০২০)