রংপুর প্রতিনিধি : শত সতকর্তার মধ্যেই রংপুরে ৪ গোডাউন সম্পূর্ণ মুজিব বর্ষ পালনের আশতবাজির আগুনে রংপুর নগরীর প্রাণকেন্দ্র বেতপট্রিতে একই পরিবারের চারটি হার্ডওয়ায়ের দোকান ও ৪টি দোকানের প্রায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ৮টায় নগরীর বেতপট্রি এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জন্মবর্ষ শুরুকে কেন্দ্রকে আতশবাজি শুরু হলে তা গিয়ে পড়ে মানিক বণিক নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর দোতলা টিনের চালে। এতে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা মানিক বণিকরে ভাই মাখন বণিক, টিংকু বণিক ও তাদেও ভাতিজা গৌতম বণিকের আরও ৪টি দোকান ও ৪টি গোডাউন। এ সব দোকান ও গোডাউনে হার্ডওয়্যায়ের মালপত্র ছাড়াও ছিল মেলামাইনের আশবাবপত্র, দাহ্য পদার্থ, আইকা, কাঁচের আশবাবপত্র ছাড়াও আরও অনেক ধরনের দাহ্য পদার্থ ছিল। যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের রংপুর, গঙ্গাচড়া, হারাগাছ, মিঠাপুকুরসহ বিভিন্ন স্থানের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু তারপরও আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে আশপাশে। রাত ৮টা থেকে সাড়ে ৯টায় রিপোর্ট কিছুটা নিয়ন্ত্রণে এলেও জলছে ভেতরের আশবাবপত্র। এ সসব এলাকার হাজার হাজার জনতার ভিরে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে হিমশিম খেতে হয়। পওে পুলিশের করয়কটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত বসাড়ে ৯টায় এ রিপোর্ট লেখার সময়ও আগুন জ্বলছিল।

ফায়ার সার্ভিসের বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক জানান. স্থানীয়দেও মুখে তারা শুনেছেন আতশবাজির মাধ্যমেই আগুনের সূত্রপাত্র হয়েছে। তিনি জানান, রংপুর ছাড়াও আশপাশের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরবর্তীতে নিরুপণ করা হবে বলে জানান তিনি।

(এমএস/এসপি/মার্চ ১৭, ২০২০)