রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভোক্তা অধিকার আইনে দুই ঔষধ ফার্মেসী ও দুই মৎস্য আড়ৎকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে নওগাঁর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা প্রদান করেন।

আদালতের বিচারক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারি পরিচালক শামিম হোসেন জানান, মেয়াদ উর্ত্তীন ও যৌন উত্তেজক ট্যাবলেট রাখার দায়ে আবাদপুকুর বাজারের রউফ ফার্মেসীকে পাঁচ হাজার টাকা এবং একই বাজারের মের্সাস খাঁন ফার্মেসীকে মেয়াদ উর্ত্তীন ঔষধ রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই বাজারে ওজনে কম দেয়ার দায়ে বাবু মৎস্য আড়ৎকে পাঁচ শত টাকা ও নাছির মৎস্য আড়ৎকে পাঁচ শত টাকা জরিমানা করা হয়।

এ সময় রাণীনগর উপজেলা সেনিটারী ইন্সপেক্টর আব্দুল মতিন ও থানা পুলিশের এএসআই আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

(এসকেপি/এসপি/মার্চ ১৮, ২০২০)