লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবা-মা ও হবু বরকে জরিমানা করা হয়েছে। লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার তাহমিনা খাতুন শুক্রবার বিকেলে এই জরিমানা ও দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও আমাদা গ্রামের করফুল ফকিরের মেয়ে বিথি খানমের (১৪) সাথে একই উপজেলার শালনগর গ্রামের তবিবুর রহমানের ছেলে ইলিয়াছুর রহমান (৩২)’র সাথে শুক্রবার দুপুরে বিথীর বিয়ের আনুষ্ঠানিকতা ছিল।বাল্য বিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা খাতুন এ বিয়ে বন্ধের ব্যবস্থা গ্রহন করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মেয়ের বাবা করফুল ফকির ও তার স্ত্রী এবং হবু বর ইলিয়াছুরকে এক হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
(আরএম/এএস/আগস্ট ০৯, ২০১৪)