আলাউদ্দিন হোসেন

হাঁচি কাশি সাবধানে
মুখ ডেকে রাখি
ময়লা হাতে নাক মুখ
না ছুঁই আঁখি।

মাঝে মাঝে সাবান পানি
হাত ধুয়ে নেই
প্রাণীবর্জ্যের সংস্পর্শে
হাত লাগে যেই।

সর্দি, কাশি,জ্বর আসা
না করি হেলা
বারবার কাজগুলো
করি সারাবেলা।

হাঁস-মুরগি খালি হাতে
না ধরি আর
প্রচুর পানি পান করি
মাস্ক ব্যবহার।