লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার চর কোটাকোল গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহতদেরকে লোহাগড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউপির চর কোটাকোল গ্রামের বাতেন চৌধুরী সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের সাবেক মেম্বর বাবুল শেখ সমর্থিত লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দ্বন্ধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকাল ৭ টার দিকে উভয় পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বাতেন চৌধুরী, অরুপ খা, কবির খা, সুফিয়া বেগম, মিল্টন খা সহ কম বেশি ১০ জন আহত হয়েছে। আহতদেরকে প্রথমে লোহাগড়া হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লোহাগড়া থানার এস আই মিহির কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(আরএম/এএস/আগস্ট ০৯, ২০১৪)