রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট চরাচক গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই এর হাতে খুন হয়েছেন বড় ভাই। তাকে রক্ষায় এগিয়ে আসা ওই পরিবারের তিনজন জখম হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

নিহতের নাম আব্দুস সাত্তার মোল্লা(৫০)। তিনি শ্যামনগর উপজেলার ধুমঘাট চরাচকের ছবেদ মোল্লার ছেলে। আহতরা হলেন, আব্দুস সাত্তার মোল্লার ছোট ভাই রশিদ মোল্লা, রশিদ মোল্লার ছেলে এনামুল ও এনামুলের স্ত্রী আয়শা খাতুন। তারা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রশিদ মোল্লার জামাতা আনারুল ইসলাম জানান, তার শ্বশুরেরা তিন ভাই। এর মধ্যে আব্দুস সাত্তার মোল্লা ও রশিদ মোল্লার সাথে গফুর মোল্লার জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার সকালে জমিতে একটি শুকনো গাছের ডাল কাটা নিয়ে তাদের মধ্যে বিরোধ বাঁধে। বিকেল চারটার দিকে গফুর মোল্লা বহিরাগত লোকজন ভাড়া করে এনে দা, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সাত্তার মোল্লা ও রশিদ মোল্লার উপর হামলা চালায়। এতে আব্দুস সাত্তার মোল্লা, তার ছোট ভাই রশিদ মোল্লা, রশিদ মোল্লার ছেলে এনামুল ও এনামুলের স্ত্রী আয়শা খাতুন আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আব্দুস সাত্তার মোল্লাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে জরুরী বিভাগে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, এ ঘটনায় নিহতের ছেলে সামছুর রহমান বাদি হয়ে বুধবার রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহষ্পতিবার আসামী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।

(আরকে/এসপি/মার্চ ১৯, ২০২০)