ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : পোলট্রিফার্ম ও ভাইরাসের সংক্রমনে আক্রান্ত মৃত মুরগির উৎকট গন্ধে বিপন্ন নিশিনদাটি গ্রামের জনজীবন।

বিগত বছর দুয়েক আগে নিশিনদাটি গ্রামের মৃত জালিমউদ্দিনের পুত্র মোঃ জয়নাল হোসেন, নিশিনদাটি গ্রামের প্রবেশ পথে পাশাপাশি দুইটি পোলট্রিফার্ম গড়ে তুলেন। গত কয়েকদিন আগে অজানা রোগে শত শত মুরগী মারা যায়।

মৃত মুরগিগুলি জয়নালহোসেন বস্তায় ভরে কালিয়াকৈর টু দেওয়ার রোডের ডুবাইল ব্রিজের নিকটে নদীতে ফেলেণ এছাড়াও কিছু মুরগী নিশিনদাটি চকের ধানিজমির পাশে ও অল্প গর্ত করে নিশিনদাটি গ্রামের রাস্তার পাশে পুতে রাখেন। পরবর্তী সময়ে সেই মৃত মুরগী গুলো কুকুর খেয়ে ফেলে এতে চারটি কুকুর মারা যায়। সেখানে সেখানে মৃতমুরগী গুলি ছরিয়ে পড়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে জয়নাল হোসেনের সাথে মোবাইলে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা পশু কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না কোন যোগাযোগ করিনি।

এ ব্যাপারে ঢালজোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপলু হোসেন বলেন, গত কয়েকদিন যাবৎ করোনা ভাইরাসেেে বিষয় নিয়ে মানুষ চিন্তিত, এর উপর হঠাৎ করেই মৃত মুরগির উৎকট গন্ধে আমরা খুবই সমস্যার মধ্যে আছি। যদি এই পোল্ট্রিফার্ম টি অন্যত্র সরিয়ে নেওয়া হয় তাহলে আমরা গ্রামবাসী খুবই উপকৃত হতাম।

(আই/এসপি/মার্চ ১৯, ২০২০)