সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় করোনা ভাইরাস আতংকে আজ বৃহস্পতিবার দুপুরে এক বিয়ের অনুষ্ঠান এবং বিয়ের যাত্রা বন্ধ করে দিলেন ইউএনও।

জানা যায়, উপজেলার তরগাঁও ইউনিয়নের সরসপুর গ্রামের শাহাবউদ্দিনের ছেলে ইমনের বিয়ের গাঁয়ে হলুদের আলোকসজ্জার কাজ চলছিল। ওই সময় পাশেই ইতালি ফেরত এক পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ ও সচেতনা করতে যান প্রশাসন। বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা ওই বাড়িতে হানা দেন এবং বিয়ের সকল প্রকার আনুষ্ঠানিকতা বন্ধের নির্দেশ দেন। কিছুক্ষণ পর কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক পথে মিয়াবাজার এলাকায় আরেকটি বরযাত্রীবাহী গাড়িবহর থামিয়ে দেন।

এ সময় শুধু বরবাহী প্রাইভেটকারটি যাওয়ার সুযোগ দেন। জানা যায় টঙ্গী থেকে ৫টি গাড়িযোগে বর যাত্রীবহর কিশোরগঞ্জের পাকুন্দিয়া যাচ্ছিলেন।

উপজেলা নির্বাহি অফিসার জানান, মানুষের জীবন আগে। তাই যে কোন প্রকার অনুষ্ঠান ও সমাবেশে বিধি নিষেধ আরোপ এবং প্রয়োজনে সিমিত করতে বলা হয়েছে।

(এসকেডি/এসপি/মার্চ ১৯, ২০২০)