সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : করোনা ভাইরার্সের অজুহাতে কাপাসিয়া বাজারের চাল ও পেয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।  প্রতিবস্তা চাল মোটা ২২শত টাকা ও চিকন  চাল ২৬ শত টাকা দরে বেচাকেনা করছে। যা আগে মোটা চাল বিক্রি হতো ১৮শ টাকা বস্তা আর চিকন চাল বিক্রি হতো ২২ টাকা বস্তা ,এ দিকে  খুচরা পিয়াজ ৮০ টাকা কেজি বিক্রি করছে কাপাসিয়া বাজারের খুচরা দোকানীরা। 

এমন খবরের ভিত্তিতে আজ শুক্রবার বাজারে ভ্রাম্যমান মোবাইল কোটের অভিযান শুরু হলে বাজারের প্রায় ২০টি চালের দোকানীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে মোবাইল কোট কাচা বাজারে পিয়াজের দোকানে অভিযান চালায় সেখানে ৮০টাকা কেজি দরে পিয়াজ বিক্রির সময় হাতে নাতে কয়েক জন ব্যবসায়ী বেশী দামে পিয়াজ বিক্রির ঘটনা দেখতে পেয়ে কোট ব্যবসায়ীদের কে জড়িমানা আদায় করেন।

এ সময় ক্রেতাদের কাছে অতিরিক্ত দামে দ্রব্য মুল্যে বিক্রির দায়ে ৬০ হাজার টাকা জড়িমান আদায় করা হয়। এ সময় একজন ব্যবসায়ীকে আটক করলে জড়িমানা দিয়ে মুক্তি পায়। অপর দিকে কাপাসিয়া বাজারের পিয়াজের আড়ৎ সফিকুল ইসলামের গুদাম ও রহিমের গুদাম ঘড় বন্ধ করে পালিয়ে যাওয়ার অপরাধে মোবাইল কোট গুদাম গুলো সিলগালা করে দেয়। তাদের বিরুদ্ধে ৮০টাকা দরে পিয়াজ বিক্রির অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্যাট মোসা. ইসমত আরা,এ সময় উপস্থিত ছিলেন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, এস আই জহির, সহ উর্ধতন কর্মকতারা।

(এসকেডি/এসপি/মার্চ ২০, ২০২০)