স্টাফ রিপোর্টার, দিনাজপুর : করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ২৪ ঘন্টায় ৩৩জনসহ দিনাজপুরে হোম কোয়ারেন্টাইনে ৫০জন রয়েছে। এরমধ্যে বিরামপুর পৌরসভার চেয়ারম্যান লিয়াকত আলী সরকারও রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন,দিনাজপুর জেলা সিভিল সার্জন মোঃ আব্দুল কুদ্দুস।এরা অধিকাংশই বিদেশ ফেরত বলে জানান তিনি।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান,গত ২৪ঘন্টায় ৩৩জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় মোট ৫০জন বিদেশ ফেরতসহ হোম কোয়ারেনন্টাইনে রাখা হলো। হাসপাতালের আইসোলেউশন ওয়ার্ডে এখন প্রয়ন্ত কোন রুগি ভর্তি হয়নি।

তিনি আরো জানান, বর্তমানে স্বাস্থ্য বিভাগ জেলায় সার্বক্ষনিক মনিটরিং করছে।নতুন করে কেউ বিদেশ থেকে আসলে বা কারো জ্বর ,সর্দি দেখা দিলে দ্রুত আমরা তাকে হোম কোয়ারেন্টাইনে রাখতে প্রযোজনীয় ব্যবস্থা নিচ্ছি।

এদিকে হোম কোয়ারেন্টাইন থেকে কেউ যেনো বাইরে ঘোরাফেরা না করতে পারে সেদিকেও আমরা লক্ষ রাখছি। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

(এস/এসপি/মার্চ ২০, ২০২০)