গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : করোনার প্রভাবে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে শুক্রবার (২০মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার, মধ্য বাজার এলাকা সহ অন্যান্য স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। 

এ সময় বিভিন্ন দ্রব্যের অতিরিক্ত মূল্য রাখা সহ দোকানে মূল্য তালিকা না থাকায় বিভিন্ন ব্যবসায়ীকে মোট ৩৬৫০০ টাকা জরিমানা করা হয়। চাল ডাল আটা ইত্যাদি ব্যবসায়ী বিপ্লব সরকারকে ২৫হাজার টাকা, চাল ব্যবসায়ী আব্দুস সাত্তারকে ৮হাজার টাকা, জুয়েলকে ১৫০০ টাকা, মিলনকে ২হাজার টাকা জরিমানা করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও জনস্বার্থে গৌরীপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে।

(এস/এসপি/মার্চ ২০, ২০২০)