চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর হাইস্কুল খেলার মাঠ বালুচরে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। সকালে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি।

উপজেলা পরিষদের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা।
বক্তব্য দেন, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারমান নুরুল করিম খান আরজ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুফিয়া খাতুন, আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, কৃষি কর্মকর্তা মো. রওশন আলম, পিসিডির নির্বাহী পরিচালক মো. শফিকুল আলম, কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান মুন্নাফ, সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়। ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলায় ২০টি স্টল বসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
(এসএইচএম/এএস/আগস্ট ০৯, ২০১৪)