গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : করোনা ভাইরাস নিয়ে এখন আতঙ্ক পুরো পৃথিবী জুড়ে। বাংলাদেশে ছড়িয়ে পরেছে এই প্রানঘাতী ভাইরাস। ইতিমধ্যেই মারা গিয়েছে একজন। তাই করোনা ভাইরাস নিয়ে গলাচিপা উপজেলাবাসীকে সতর্ক করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। শুধু প্রশাসনের উপর দোষ চাপিয়ে বসে থাকলে চলবে না। 

নিজেদেরও সচেতন হতে হবে। নিজেরা সচেতন হলেই করোনা প্রতিরোধ করা সম্ভব হবে। শনিবার উপজেলার প্রধান প্রধান সড়কে জনগণের মাঝে জনসচেতনমূলক এসব কথা বলেন। তিনি আরও বলেন, উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চেয়ারম্যান, ইউপি সদস্য, চৌকিদার, দফাদারদের নাক কান সজাগ রাখতে হবে। বিদেশ ফেরত কোন লোক কোন বাড়ীতে আসলে সাথে সাথে প্রশাসনকে জানাতে হবে। ইতিমধ্যে বিদেশ ফেরত ১৪৩ জনের মধ্যে ৭৩ জন হোম কোয়ারেন্টইনে রয়েছে বলে জানান।

(এস/এসপি/মার্চ ২১, ২০২০)