নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া থানার বহুল আলোচিত অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনকে অবশেষে বদলী করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিমউদ্দিন পিপিএম (বার) শনিবার (২১মার্চ) দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া থানার বহুল আলোচিত অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন গত বছরের ২৩ নভেম্বর লোহাগড়া থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই ওসি আলমগীর হোসেন থানায় আগত সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায় ও দুর্ব্যবহার, অর্থের বিনিময়ে মিথ্যা মামলা রেকর্ড, অবৈধ যানবাহন থেকে চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্য, মাদক ব্যবসায়িদের সাথে সখ্যতা, মোটা অংকের অর্থের বিনিময়ে চাঞ্চল্যকর বদর খন্দকার হত্যা মামলার আসামিদের পালাতে সহযোগিতা করা, থানায় কর্মরত অফিসার ও কনষ্টেবলদের সাথে অসৌজন্যমূলক আচরণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে খারাপ আচরণসহ নানাবিধ অপকর্মে জড়িয়ে পড়েন।

এ সব অপকর্মের ভিত্তিতে পুলিশের উদ্বর্তন কর্তৃপক্ষ তাকে বদলী করেছেন। এ দিকে, ওসি’র বদলীর খবরে লোহাগড়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। ওসি’র বদলীর খবরে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর আ’লীগ কর্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করেন।

(আরএম/এসপি/মার্চ ২১, ২০২০)