আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়। 

শনিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী রওশন ইসলাম।

শনিবার সকালে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম উপজেলার পয়সারহাট বন্দরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ওই বন্দরের রাসায়নিক সার ব্যবসায়ী হেমায়েত শিকদারের দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা, একই বন্দরে টেলিভিশন ব্যাসায়ির দোকানে এলপি গ্যাস বিক্রি করা ও তার লাইসেন্স দেখাতে না পারায় রুহুল আমিন হাওলাদারকে ২ হাজার টাকা ও জনসন্মুখে ধূমপান করায় স্থানীয় বাসিন্দা আব্বাস খানকে ২শ টাকাসহ মোট ৪ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তদের কাছ থেকে তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করে ভ্রাম্যমান আদালত।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/মার্চ ২১, ২০২০)