সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : করোনা ভাইরাসের অজুহাতে কেন্দুয়া উপজেলা সদর সহ বিভিন্ন সরকারি হাট বাজারে অসাধু ব্যবসায়ীরা পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সব পন্য সামগ্রীর দাম বাড়িয়ে দিচ্ছে। কেন্দুয়া উপজেলা সদর সহ বিভিন্ন বাজারে দোকানিরা সকালে যে পেয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছে বিকালে সেই পেয়াজের দাম ৭০ টাকা দরে বিক্রি করতে শুরু করেছে।

অভিযোগ ওঠেছে সাধারণ ক্রেতারাও করোনার অজুহাতে প্রয়োজনের অতিরিক্ত পেয়াজ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী ক্রয় করে নিজ নিজ বাড়িতে মজুদ করছেন। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা নিজেরদের ইচ্ছেমত দাম বাড়িয়ে দিচ্ছে। কেন্দুয়া জয়হরিস্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রোকন উদ্দিন খান অভিযোগ করে বলেন, বাজারে অতিরিক্ত দামে পেয়াজ সহ অন্যন্য নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী করোনা ভাইরাসের অজুহাতে বিক্রি হচ্ছে। এতে স্বল্প আয়ের সাধারন ক্রেতাগণ পড়ছেন বিপাকে।

কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর বলেন, শতকরা ৮৫ ভাগ লোক করোনার অজুহাতে পেয়াজ সহ প্রয়োজনের অতিরিক্ত অন্যান্য সামগ্রী ক্রয় করে নিজ নিজ বাড়িতে মজুদ করছেন। এ সুযোগটিকে কাজে লাগাচ্ছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

অতিরিক্ত দামে পেয়াজ সহ অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে বেশি দামে পেয়াজ সহ অন্যান্য সামগ্রী বিক্রি করতে না পারে, তাদেরকে নিয়ন্ত্রন করতেই মোবাইল কোর্টে বের হয়েছি। উপযুক্ত প্রমান পেলে সঙ্গে সঙ্গেই দন্ড অথবা জরিমানা আদায় করা হবে।

(এসবি/এসপি/মার্চ ২১, ২০২০)