পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বিষখালী নদীর পাড় থেকে ২৬ কেজি হরিনের মাংস উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। 

শনিবার রাত ১২ টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বিষখালী নদীর পাড়ের গ্রাম ছোনবুনিয়া থেকে এগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটার ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মিঃ বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালাই। সুন্দরবন থেকে পাচারকারীরা হরিনের একটি চালান নিয়ে পাথরঘাটার দিকে আসে। রাতে নদীর পাড়ের ওই গ্রামটিতে একটি নিশান উড়তে দেখে কাছে গেলে ওয়াপদা বেড়িবাঁধ এলাকায় তিনটি মটরসাইকেল দ্রুত গতিতে পালিয়ে যায়। নিশানের কাছে একটি পরিত্যক্ত বস্তায় ২৬ কেজি মাংস পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন্যপ্রাণী সংরক্ষণ আইনে উদ্ধার হওয়া মাংস কেরোসিন দিয়ে মাটি চাপা দেয়া হবে বলে জানান কোস্টগার্ড কমান্ডার।

(এটি/এসপি/মার্চ ২২, ২০২০)