রাণীশংকৈল প্রতিনিধি : পরিস্থিতি যখন ভয়ানক করোনার আগ্রাসনের স্বীকার ঠিক তখন বিদেশ ফেরত হয়েও হোম কোয়ারান্টাইনে না থাকায় ঠাকুরগাঁও রাণীশংকৈলে রোববার সরকারী আদেশ অমান্য করার অপরাধে তিন প্রবাসীকে অর্থদন্ড করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মৌসুমী আফরিদার ভাম্যমাণ আদালত। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, ভারত ফেরত নারায়ন পুর গ্রামের জয়দেবের ছেলে সত্য মোহন ও গন্ডগ্রামের রসুন খানের ছেলে আনোয়ার এবং পাটগাঁও গ্রামের মুকুল হোসেনের ছেলে সৌদি ফেরত আব্দুর রাজ্জাক।

এদিকে বাজার পর্যবেক্ষণে গিয়ে মূল্য তালিকা না থাকায় ও চাউলের দাম বেশি নেওয়ায় নেকমরদ বাজারের ছয় ব্যবসায়ীকে দুই হাজার করে মোট ১২ হাজার টাকা অর্থদন্ড করেছে ভাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মৌসুমী আফরিদা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর সারোয়ার আলম ও পেশকার ইউনুস আলীসহ আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা বলেন, বর্তমান পরিস্থিতিতে এবং করোনা প্রতিরোধের অংশ হিসাবে সরকারী আদেশ অমান্য কারীদের বিরুদ্বে আইন আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

(কেএস/এসপি/মার্চ ২২, ২০২০)