মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মরণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় মৌলভীবাজার শহরে রাত ৮টার পর থেকে শুধুমাত্র ফার্মেসী ছাড়া অন্য সকল দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রবিবার (২২ মার্চ) রাত ৮টার পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

মুঠোফোনে জেলা প্রশাসক নাজিয়া শিরিন এ প্রতিবেদককে জানান, শহরে মাইকিং করে ব্যবসায়ী সহ সাধারণ জনগণকে জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, আমি এই মাত্র শহরের পশ্চিমবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এসেছি, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সাথে কথা বলেছি । আমাদের ভ্রাম্যমাণ টিম তদারকী করতে মাঠে থাকবে সবসময়। রাত ৮টার পর যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকে তাহলে কোন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, এগুলো তদারকী করতে আমাদের ভ্রাম্যমাণ টিম মাঠে থাকবে।

তিনি আরো জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। এছাড়া দ্রব্যমূল্যের দাম যাতে কেউ না বাড়ায় সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এসময় বিদেশফেরত প্রবাসীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মানতেও বলেন তিনি।

(একে/এসপি/মার্চ ২২, ২০২০)