রংপুর প্রতিনিধি : রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গুচ্ছগ্রামের একটি গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ট্রাকযোগে আসা ১৫/২০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে খামারের নৈশ প্রহরীসহ কর্মচারীদের হাত-পা বেধে এবং ছুরিকাঘাত কওে একটি ঘরে আটকিয়ে রেখে খামারের ১৫টি বিদেশী গরু ও অন্যান্য মালামাল ট্রাকে নিয়ে পালিয়ে যায়।

খামার মালিক হাজি মোহাম্মদ বদরুল ইসলাম প্রামানিক জানান, রবিবার গভীর রাতে ট্রাকযোগে একদল সশন্ত্র ডাকাত দল তার উত্তর মমিনপুর এগ্রোটেক লিমিটেড নামীয় খামারের মূল গেটে ভেঙ্গে ভেতরে ঢোকে। এ সময় খামারের নৈশপ্রহরী ও কর্মচারীরা তাদের বাধা দিলে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে এবং তাদের শরীরে আঘাত করে ও হাত পা বেঁধে একটি ঘরে আটকে রাখে।

পরে তারা খামারের প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের হলিষ্টিন ফ্রিজিশিয়ান ১৫টি বিদেশী গরুসহ খামারের অন্যান্য মালামাল ট্রাকে নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে খামার কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে পুলিশের এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফ. সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খামার মালিক বদরুল ইসলাম প্রামানিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ডাকাতদের ধরতে অভিযান শুরু করেছে।

(ওএস/এসপি/মার্চ ২৩, ২০২০)