সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া উপজেলা সদর সহ বিভিন্ন সরকারি হাট বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ঠেকাতে কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। করোনা ভাইরাসের অজুহাতে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য সকালে এক রকম এবং বিকালে আরেক রকম মূল্য বাড়িয়ে ক্রেতা সাধারনকে বিভ্রান্ত করে আসছে।

সোমবার কেন্দুয়া উপজেলা সদর বাজারে সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়টি স্বশরীরে উপস্থিত হয়ে মনিটরিং করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান।

এসময় প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান।

প্রত্যেক দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম বলেন, যদি করোনা ভাইরাসের অজুহাতে কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অবৈধ ভাবে মজুদ করা হয় এবং ইচ্ছামত দাম বাড়ানো হয় তাহলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও অর্থদন্ড করা হবে। তিনি সকলকে এই জাতীয় দূর্যোগপূর্ন সময়ে সততার সঙ্গে মানবিকতা নিয়ে ব্যবসা বানিজ্য পরিচালনার আহ্বান জানান। এসময় তিনি সচেতনতামূলক প্রচারপত্রও বিলি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ব্যবসায়ীদেরকে সন্ধ্যার ৭টার মধ্যে দোকানপাঠ বন্ধ করার নির্দেশ দেন।

(এসবি/এসপি/মার্চ ২৩, ২০২০)