গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে সুমি বেগম নামের এক গৃহবধূ। থানায় মামলা দায়েরের খবর শুনে শ্বশুর ও তার লোকজন ওই গ্রহবধূকে বিভিন্ন ধরণের হুমকী  প্রদর্শন করছে। পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতারে তৎপরতা অব্যহত রেখেছে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া গ্রামের সুমন মিয়া তার স্ত্রী ও ৩ সন্তানকে বাড়ীতে রেখে ঢাকায় রিক্সা চালানোর কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। বাড়ীতে না থাকার সুযোগে সুমনের পিতা সিরাজুল ইসলামের কু নজর পরে পুত্রবধূ স্ত্রী সুমি বেগমের ওপর। গত ৩ মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে সুমি বেগম ঘরের বাইরে এলে সিরাজুল ইসলাম পুত্রবধুর ঘরে ঢুকে লুকিয়ে থাকে। এরপর সুমি ঘরে ঢুকে শোয়ার জন্য বিছানায় গেলে সিরাজুল তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। সুমি নিজেকে রক্ষা করতে চিৎকার শুরু করলে সিরাজুল ঘর থেকে বের হয়ে যায়।

শ্বশুরের এই অপকর্মের কথা রাতেই সুমি তার স্বাম সুমনকে মোবাইলে জানালে সে বাড়ী উদ্যেশ্যে রওয়ানা দেয়। বাড়ী এসে সুমন প্রতিবেশী গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানালে তারা মামলা না করে মিমাংসা করে দেয়ার আশ্বাস দেয়। কিন্তু এরপরও তারা বিচার শালিশ না করে নিরবতা পালন করায় বাধ্য হয়ে সোমবার সুমি বেগম বাদী হয়ে এ ব্যাপারে শ্বশুরের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত সিরাজুলকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।

(এসআরডি/এসপি/মার্চ ২৩, ২০২০)