কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার চান্দিনায় ছয় জুয়াড়িকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এ আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বুড়িমুড়া গ্রামের হাফেজ রিজোয়ানের ছেলে মাহমুদুল হাসান, একই গ্রামের হারুনুর রশিদের ছেলে খোরশেদ আলম, মোহর আলীর ছেলে আবুল বাসার, মাকসুদ আলীর ছেলে বিল্লাল হোসেন, সুরীখোলা গ্রামের দুধ মিয়ার ছেলে মোতালেব হোসেন ও নয়াকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্সেদ জানান, শুক্রবার রাতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল-মামুন অভিযান চালিয়ে গল্লাই ইউনিয়নের বিল্লাল বাজার এলাকায় জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে।

ওসি গোলাম মোর্সেদ আরো জানান, শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই ছয় জুয়াড়িকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিলে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

(ওএস/এটিআর/আগস্ট ০৯, ২০১৪)