সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে লিফলেট ও মাস্ক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট. মোঃ আমানত হোসেন খান। তিনি ২৩ ও ২৪ মার্চ, দুইদিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ও লিফলেট বিতরণ করেন। 

এছাড়া দ্রব্যমুল্যর বিষয়ে প্রতিটি বাজারে মনিটরিং করছে প্রশাসন। বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন যাতে দ্রব্যমুলো বৃদ্দি না হয়। গুজবে কান না দেয়ার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আহব্বান জানানো হচ্ছে।

অপর দিকে উপজেলার বাসষ্ঠ্যান্ড মোরে, তরগাও হাসপাতাল মোরে, আমরাই বাজার, রায়েদ বাজার, সিংহশ্রী চৌরাস্তা মোরে, সিংহশ্রী বাজার, উলুশরা, বরবের মোর,টোক বাজার, বারিষাব সহ বিভিন্ন স্থানে লিফলেট ও মাস্ক বিতরন এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

(এসকেডি/এসপি/মার্চ ২৪, ২০২০)