স্টফ রিপোর্টার, দিনাজপুর : প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও বিস্তার রোধে দিনাজপুরে জনসচেতনামূলক প্রচারণা শুরু করেছে দিনাজপুর পুলিশ প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরে পৌরসভার সামনে থেকে মাইকে গানে গানে প্রচারনার মাধ্যমে লিফলেট,মাস্ক ও জীবানু নাশক স্প্রে বিতরণ শুরু হয়। দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম ও পিপিএম (বার) এই জনসচেতনামলক কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি সুরক্ষার জন্য বাহিনীর সদস্য এবং ব্যবহৃত যানবাহনে সেনিটাইজ স্প্রে করছেন তারা।

ৎদিনাজপুরে করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতনতা অবলম্বনের লক্ষে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সচেতনতা মুলক লিফলেট ,মাস্ক বিতরন ও জীবানুনাশক ঔষধ স্প্রে করেছেন।এদিকে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন হাত ধোওয়ার জন্য শহরের বিভিন্ন মোড়ে বেসিংসহ হাত ধোয়ার ব্যবস্থা করেছেন।

(এস/এসপি/মার্চ ২৪, ২০২০)