সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : করোনা ভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতন হওয়ার লক্ষ্যে সন্ধ্যা ৭টা থেকে উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সব দোকানপাঠ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম এ আদেশ জারী করে সর্বত্র মাইকে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

এদিকে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ঠেকাতে চলছে বাজারে বাজারে মনিটরিং কার্যক্রম। করোনা ভাইরাস মোকাবেলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি বেসরকারী সব কর্মকর্তা কর্মচারীদের সাধারন ছুটি ঘোষণা করা হয়েছে। তবে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকেই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার সব দপ্তরে দপ্তরে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। সরকার ও প্রশাসনের ডাকে গণ পরিবহন চলাচল কমে আসছে। এছাড়া সাধারণ ছোট ছোট যানবাহনও চলাচল কমতে শুরু করেছে। এর ফলে শ্রমজীবী মানুষেরা অনেকটাই বেকায়দায় পড়তে শুরু করেছেন।


(এসবি/এসপি/মার্চ ২৪, ২০২০)