বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : শনিবার মৌলভীবাজারের বড়লেখায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন পুঞ্জি থেকে আসা আদিবাসীদের অংশগ্রহনে বড়লেখা পৌর শহরের দৃষ্টি নন্দন বন্যাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে বড়লেখা পৌরসভা মিলনাতয়নে কুলাউড়া, বড়লেখা ও রাজনগর উপজেলা আদিবাসী সংগঠনের সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া আদিবাসী নারী উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট মনিকা খংলার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, মানবাধিকার কর্মী ফাদার যোসেফ গমেজ ওএমআই, পৌর কাউন্সিলার তাজ উদ্দিন, প্রভাষক মোশাররফ হোসেন, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, ওয়ানরব লংডকিরি, কুয়ানসিং পেরনে, ইউপি মেম্বার সিরাজ উদ্দিন, ডেভিড পাপাং, নারায়ন কুর্ম্মী প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন বক্তা অবিলম্বে আদিবাসীর ভুমির অধিকারসহ সর্বক্ষেত্রে সমান সুযোগ সুবিধা ও চা শ্রমিকদের আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান।

(এলএস/জেএ/আগস্ট ০৯, ২০১৪)