ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : করোনা ভাইরাস বিষয়ে স্থানীয় জনগোষ্ঠিকে সচেতন করার লক্ষ্যে বুধবার ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ হতে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়েছে। এলাকার নিম্নআয়ের জনগোষ্ঠী, রিক্সাচালক, ভ্যানচালক ও দিনমজুরদের মধ্যে মাক্স বিতরণ করা হয়। 

প্রেসক্লাব চত্বর হতে শুরু করে ঈশ্বরদী বাজারের প্রাণকেন্দ্র ১ নম্বর গেট পর্যন্ত এলাকা জুড়ে জনসচেতনা সৃষ্ঠির লক্ষ্যে মাক্সের সাথে সাথে লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় সাংবাদিকরা ৩ সপ্তাহ দোকানপাট বন্ধ রাখা, অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসা, ঘন ঘন হাত ধোয়া, বাইরে চলাচলে মাক্স ব্যবহার, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা এবং সর্বোপরি সরকারের সকল নির্দেশনা মেনে চলার জন্য ব্যবসায়ীসহ সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি আহব্বান জানিয়েছেন।

প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, সহ-সভাপতি কে এম আবুল বাসার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, সমযের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবিব, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক আতাউর রহমান বাবলু, সাংবাদিক রিয়াদ ইসলাম, ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক আসাদুজ্জামান আসিফসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/মার্চ ২৫, ২০২০)