নিউজ ডেস্ক : ওয়াই-ফাই রাউটারে খুব সাধারণ কম্পিউটার চিপ রয়েছে, যা সহজেই হ্যাক করে পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে সাইবার দুর্বৃত্তরা।

সিএনএনের এক খবরে সুইজারল্যান্ডের প্রযুক্তিপণ্য নিরাপত্তা গবেষক ডমিনিক বনগার্ড দাবি করেছেন, একবার সাধারণ চেষ্টা করলেই ওয়াই-ফাই রাউটার হ্যাক করা সম্ভব।

গত মঙ্গলবার লাস ভেগাসে অনুষ্ঠিত পাসওয়ার্ডসকন সাইবার সিকিউরিটি সম্মেলনে সাধারণ হোম রাউটার হ্যাক করার পদ্ধতি দেখান ডমিনিক বনগার্ড।

তিনি দাবি করেছেন, জনপ্রিয় রাউটারগুলোতে থাকা কম্পিউটার চিপ পাসওয়ার্ড সুরক্ষায় ‘র্যান্ডম নম্বর জেনারেটর’ পদ্ধতি ব্যবহার করে। কিন্তু এ পদ্ধতিটি পাসওয়ার্ড সুরক্ষার জন্য যথেষ্ট নয়। কিছু কিছু ক্ষেত্রে এত দুর্বল পদ্ধতি দেখা গেছে, যাতে হ্যাক করার ক্ষেত্রে পরবর্তী সংখ্যাটি সহজেই অনুমান করা যায়। রাউটারের মডেল জানা থাকলে খুব সহজ পদ্ধতিতে ওয়াই-ফাই পাসওয়ার্ড চুরি করে নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়।

(ওএস/এটিআর/আগস্ট ০৯, ২০১৪)