কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার দুপুর থেকে সেনাটহল শুরু হয়েছে। করোনার বিস্তার রোধে দুইটি গাড়ি যোগে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাসদস্যরা এই টহল শুরু করেছেন। সেরাবাহিনীর টহল শুরুর পরই মুহুর্তের মধ্যে বিভিন্ন সড়কের লিংক ও মোড়ে মোড়ে জমায়েত হওয়া স্পটগুলো ফাঁকা হয়ে যায়। 

সেনা সদস্যরা কলাপাড়া পৌরশহরে মাইকিং করে জনগণকে সচেতন থাকতে পরামর্শ দেন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেন।

পড়ে কলাপাড়া উপজেলা পরিষদে করোনা প্রতিরোধে প্রশাসনের সার্বিক প্রস্তুতি বিষয়ে অবগত হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসসনাত মোহাম্মদ শহিদুল হক উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সাথে সেনা বাহিনী সদস্যরা বৈঠক করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে সকল ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। কলাপাড়ায় প্রতিটি এলাকায় মানুষকে সচেতন এবং বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারোন্টাইন নিশ্চত করতে সেনাবাহিনী সদস্যরা সিভিল প্রশাসনকে সহযোগীতা করবে।

(এমকেআর/এসপি/মার্চ ২৭, ২০২০)