আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় পৃথক স্থানে গৃহবধূ, শ্রমিক ও কিশোর মিলে তিন জনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। 

আত্মহত্যার জন্য বিষপান করা ওই পরিবারের স্বজন ও হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডা. সৈকত জানান, করোনো ভাইরাস মোকাবেলায় ঘর থেকে বাইরে যেতে নিষেধ করায় পরিবার সদস্যদের উপর রাগ করে শুক্রবার সকালে উপজেলার কোদালধোয়া গ্রামের প্রভাত পান্ডের ছেলে পিন্টু পান্ডে (১১) বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে।

অপরদিকে উপজেলার নগরবাড়ি গ্রামের হাকিম খানের স্ত্রী মেনোকা বেগম (৪০) ও বাহাদুরপুর গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে শ্রমিক আ. রাজ্জাক হাওলাদার (৪০) পারিবারিক কলহের কারনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।

এদের মধ্যে মেনোকা ও রাজ্জাককে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। পিন্টু পান্ডেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ২৮, ২০২০)