আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : রাতের অন্ধকারে বগুড়ার আদমদীঘির সান্তাহার হাউজিং এস্ট্রেট সর্বজনীয় দূর্গামন্দিরে ঢুকে কালী, লক্ষী, শিব ও স্বরসতী প্রতিমার মাথা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনীতে ঘটনাটি ঘটে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার কুন্ডু জানান, হাউজিং কলোনীর হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মন্দিরে বহুদিন ধরে পূজা করে আসছেন। দুর্বৃত্তরা রাতে কোনো এক সময় মন্দিরে প্রবেশ করে ৪টি প্রতিমার মাথা ভেঙে ফেলে। শনিবার সকালে চঞ্চল কুন্ডু মন্দিরে প্রণাম করার সময় ঘটানাটি দেখতে পেয়ে ফাঁড়ির পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশিত দেবনাথ বাপ্পা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, থানায় অভিযোগ দায়ের করা হবে। তদন্ত পূর্বক অভিযুক্তদের বের করে আইনের আওতায় আনার জন্য দাবী জানান।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের আধাঁরে কে বা কারা ঘটনাটি ঘটায়। অভিযোগ পেলে জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এস/এসপি/মার্চ ২৮, ২০২০)