রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শনিবার রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর প্রতাপনগরের কোলা নামক স্থানে ১০০ ফুট বেড়িবাধ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রতাপনগরের কোলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হলেও পানি বন্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদের তড়িৎ পদক্ষেপে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।  

প্রতাপনগর গ্রামের গণেশ সরকার ও নিমাই সরকার জানান, শনিবার রাতে প্রবল জোয়ারের চাপে কোলার জরাজীর্ণ বেড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের উদ্যোগে সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাৎক্ষণিক বালির বস্তা, মাটি ও বাশ দিয়ে বাধতে সক্ষম হওয়ায় ও ভাটা শুরু হওয়ায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে সকালে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা ভাঙনকবলিত বেড়িবাধ পরিদর্শন করেছেন।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা জানান, ভাঙন কবলিত বেড়িবাধ সংস্কারের কাজ চলছে। একটি জোয়ার পার করতে পারলে আর কোন ভয় থাকবে না।

(আরকে/এসপি/মার্চ ২৯, ২০২০)