পাংশা ( রাজবাড়ী) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সব এলাকায় নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। কর্মহীন হয়ে পরেছে নৌকার মাঝিরা । নৌপথে পাংশা উপজেলার সাথে পাবনা জেলার যোগাযোগ হয় হাবাসপুর খেয়া ঘাটের মাধ্যমে। 

আজ (২৯ মার্চ) দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর খেয়াঘাটে ৩৮ জন খেয়া পারাপারের নৌকার মাঝিদের মধ্যে সরকারী খাদ্য পৌছে দিয়েছেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রফিকুল ইসলাম এসময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম মন্ডল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন ।

এছারাও হত দারিদ্র মানুষের মাঝে চাউল ডাউল আলু ও সাবান পৌছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। দেশের এই দুঃসময়ে সামর্থ্যবান ব্যাক্তি দের দরিদ্য মানুষের পাশে এগিয়ে আসার আহব্বান জানান।

(ডিসি/এসপি/মার্চ ২৯, ২০২০)