বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মরণঘাতী করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে জেলা ছাত্রলীগ। ছাত্রলীগের উদ্যোগে রবিবার সকাল থেকে বাগেরহাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকসহ জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগ, শহরের সাধনার মোড়, ঘোষপট্টি, ফলপট্টি মোড়, খুলনা-বাগেরহাট মহাসড়কের ভিআইপি মোড়সহ বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান জানান, করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন মেনে জেলা ছাত্রলীগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বানাচ্ছে। ছাপিয়েছে সচেতনতামূলক হাজার-হাজার লিফলেট। গত কয়েক দিনে আমরা বিনামূল্যে প্রায় ৭ হাজার হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। করোনাভাইরাসের প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত জেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতারণ অব্যাহত থাকবে বলে জানান এই দুই নেতা।

(এসএকে/এসপি/মার্চ ২৯, ২০২০)