মাগুরা প্রতিনিধি : করোনা প্রতিরোধে হ্যান্ডস্যানিটাইজার তৈরী করছে মাগুরা জেলা পরিষদ। রবিবার পযর্ন্ত তারা প্রতিটি ৫০ মিলি লিটার বোতলে ৩৫০০ বোতল হ্যান্ডস্যানিটাইজার তৈরী করছে। যা সরবরাহ করা হয়েছে জেলার সাধারণ মানুষ, স্বাস্থ্য বিভাগ ও এ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মধ্যে।

রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু জানান, এটি একটি এলকোহল প্রধান স্যানিটাইজার। যা করোনা প্রতিরোধে অত্যন্ত কার্যকর। চুয়াডাঙ্গা দর্শনার কেরু এন্ড কোং কোম্পানীর কাছ থেকে কাঁচামাল এনে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের গবেষণাগারে এটি তৈরী করা হচ্ছে। এই কাজে সর্বাত্মক সহযোগিতা করছে ওই কলেজের রসায়ন বিভাগে ছাত্র শিক্ষকরা। মূলসুত্রসহ গোটা কার্যক্রম পরিচালনা করছেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

তিনি আরো জানান, কাঁচামাল প্রাপ্তি স্বাপেক্ষে জেলার চাহিদা মোতাবেক যথা সম্ভব স্যানিটাইজার তৈরী করবেন তারা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।

(ডিসি/এসপি/মার্চ ২৯, ২০২০)