রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ২ জনসহ মোট ৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে ২'শ ৩৭ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, জেলার ৯ উপজেলায় মোট ৫'শ ৪০ জন বিদেশ ফেরত প্রবাসী আসেন । এর মধ্যে ৩'শ ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে।

২৯ মার্চ রবিবার কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তারা সকলে সুস্থ রয়েছেন। করোনা মোকাবেলায় প্রস্তুতি হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্য কমপ্লেক্সেদের সুরক্ষায় কুড়িগ্রাম জেলার
জন্য ৬'শ ৫০ পিপিই পেয়েছি। যা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা

কুড়িগ্রামে করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে ৯ উপজেলায় ৩৪ মে. টন জিআর চাল ও ১০ লক্ষ ২০ হাজার টাকার পণ্যসামগ্রী বিতরণ শুরু করেছে । এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুরডাল, ১ কেজি লবন ও ১টি সাবান বিতরণ করা হবে বলে জেলা প্রশাসনের সূত্র নিশ্চিত করেছে ।

আজ (২৯ মার্চ) রোববার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার উদ্যোগে পৌর এলাকা প্রায় ৩ শতাধিক পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ময়নুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

(পিএম/এসপি/মার্চ ২৯, ২০২০)