কচি রেজা :

মনে রাখতে চেয়ে আমি যে বৃক্ষ মুখস্থ করি , কতকাল তাতে নেচে উঠেছে
আমার আঁচল, আমিও বুকের বন্দি পাখির নাম জানিনা্‌ কেবল কলাপাতার
মত তোমাকে মনে রাখি, পৃথিবীতে কলাপাতাই প্রথম সবুজ আর কলাপাতার
নামে গানগুলো প্রকৃত আর্তনাদ, লালনের বন্দি পাখির নাম নেই বলেকি
শুনতে পাও না আর্তনাদ ? কতকাল এই আর্তনাদ প্রার্থনায় কেঁদে কেঁদে ওঠে,
বাউল পা গুলো নেচে ওঠে আর আঁচল একবার পুড়ে গিয়েছিল বলে মন্ডপের
প্রতিমার মত আমার মুখের নদীও শুরু করে পারাপার , পারাপারে পাখির
ঠোঁট গলে যায় , কত পাখি যজ্ঞ,তুমি আর্তনাদের কালো কালো দাগ মাড়িয়ে
যে বোষ্টুমির সাথে নেচেছিলে , সে নাচ কি অপেক্ষা করেছিল কোনো লালনের ?
তোমার নাম আমি মুখস্থ করি অথচ দেখিনা নাচের পা। নাচের পা এত লাল !
আলতাও পুড়ে পুড়ে লাল অথচ নাম পুড়ে গেলে পাখিগুলো অচেনা আর অচিন এত !