সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবে কার্যকর করার দাবিতে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকার আহবান জানিয়ে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা।

এসময় করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকার আহবান জানান কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুল হাসান ভূঞা, ও কান্দিউড়া ইউনিয়ন আওয়ামলীগের সাধারন সম্পাদক তাপস ব্যানার্জি।

মেয়র আসাদুল হক ভূঞা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নেত্রকোনা-৩ আসনের এমপি বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রতিদিন আমাকে দুই বার ফোন দিয়ে এখানকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়া ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের খোঁজ খবরও নিচ্ছেন। তার নির্দেশেই আমরা সাধ্য মত খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছি। তিনি সকল প্রকার গুজব এড়িয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণকে সচেতন থাকার আহবান জানান।

এডভোকেট আব্দুল কাদির ভূঞা তার বক্তব্যে বলেন, ঘরে থাকুন নিজে বাঁচুন অন্যকেও বাঁচান। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সকলেই মেনে চললে আমরা বৈশ্বক মহামারি করোনা ভাইরাসের হাত থেকে অবশ্যই রক্ষা পাব। সংবাদ সম্মেলনে তিনিও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সাংবাদিকদের মধ্যে মাক্স বিতরন করেন।

(এসবি/এসপি/এপ্রিল ০১, ২০২০)