রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কালো বাজারে বিক্রির জন্য মজুদদারির অভিযোগে ২৬ বস্তা ১০ টাকা কেজি দরের সরকারি চালসহ ডিলার মুজিবর সানাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল এগারটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের শাহাজাহান আলীর বাড়ি থেকে চাল উদ্ধার করা হয়। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার সকাল ১১টার দিকে বড়দল গ্রামের শাহাজাহান আলীর বাড়িতে অভিযান চালায় তার নেতৃত্বে একটি দল। এসময় তার বাড়ি থেকে ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। যার পরিমান এক হাজার ২৭০ কেজি। শাহাজাহানের তথ্যমতে চালের মালিক বড়দল ইউনিয়নের ডিলার ও বড়দল গ্রামের বাসিন্দা মুজিবর সানাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে চালগুলো মজুদ রাখা হয়েছিল বলে স্বীকার করে মুজিবর সানা। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

(আরকে/এসপি/এপ্রিল ০১, ২০২০)