আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মরণ ব্যাধিতে পরিনত হয়েছে। বর্তমান প্রধান মন্ত্রীর দিক নির্দেশনা মতে সামাজিক দুরত্ব বজায় রেখে ও জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধোয়া ও মাস্ক পরিধান করতে হবে। তবেই করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব। যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য সরকার তৃণমুল পর্য্যায়ে খাদ্য সরবরাহ করে যাচ্ছেন। ইতিমধ্যেই কর্মহিন মানুষদের খাদ্য সহায়তা প্রদান শুরু করা হয়েছে।

তিনি বুধবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর নেতৃত্বে বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিত্তবানদের আর্থিক সহায়তায় উপজেলার কর্মহীন মানুষদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: শহীদুল্লাহ দেওয়ান, ওসি জালাল উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ নেতৃবর্গ।

উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর উদ্যোগে ৭ হাজার কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে। এরমধ্যে গতকাল বুধবার প্রধান অতিথি ডালম্বা বস্তি ও মাঝিপাড়াসহ বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে ১৫৩জনকে খাদ্য সহায়তা প্রদান করেন।

(এস/এসপি/এপ্রিল ০১, ২০২০)