মানিক সরকার মানিক, রংপুর : ঢাকার বাইরে চট্রগ্রাম ও রাজশাহীর পর বৃহস্পতিবার রংপুর মেডিক্যাল কলেজেও করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার পিসিআর মেসিন চালু করা হয়েছে। গত শনিবার করোনা ভাইরাস শনাক্ত করণ দ’ুটো মেশিন রংপুরে আনা হলেও এর সংযোজন ও কার্যক্রম চালু হলো বৃহস্পতিবার সকাল থেকে। সকাল ১০টায় কলেজের মাইক্রোবায়োলজী বিভাগে মেশিন দু’টো স্থাপন করা হয়। মেশিন দু’টো এখানে স্থাপনের ফলে রংপুর বিভাগের ৮ জেলার করোনা সংক্রান্ত রোগিদের নমুনা পরীক্ষা করা হবে ।

কলেজের মাইক্রোবাইলজী বিভাগের প্রধান মোস্তাকিমুর রহমান জানান, এর একটি মেশিনে পরীক্ষা শেষ করতে সাধারণত চার থেকে ছয় ঘন্টা সময় লাগবে। তবে একই সঙ্গে একটি মেশিনে ৯৬ জন রোগির নমুনা পরীক্ষা করা যাবে। অর্থাৎ দু’টো মেশিনে প্রায় ২’শ রোগির নমুনা পরীক্ষা সম্ভব হবে। বৃহস্পতিবার এ মেশিনের কার্যক্রম শুরু হলেও নমুনা পরীক্ষা করার মত কোন রোগি হাসাপাতালে না থাকায় এখনও এর কার্যক্রম শুরু হয়নি।

তবে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে ৫ রোগির নমুনা নিয়ে একটি দল আসার কথা থাকলেও বিকালে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তারা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে পৌঁছেনি। তিনি আরও জানান, যদি কোন রোগির করোনা পরীক্ষার প্রয়োজন হয়, তবে সেজন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে হট লাইন নম্বর (০১৭১২১৭৭২৪৪) স্থাপন করা হয়েছে।

এছাড়াও করোনার সেবা নিতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ০৫২১-২১৫০ অথবা ০১৭১৮-৫৬২১৭২ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুমের ০৫২১-৫৭০০-৬২১৫০ অথবা ০১৭৬৯-৬৯৫৪০০ এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

(এম/এসপি/এপ্রিল ০২, ২০২০)